Demo
নঈম নিজামঃ আওয়ামী লীগ সবখানে ষড়যন্ত্র খোঁজে। ঘরে বাইরে শান্তি নেই। সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি। তিনি সর্বশেষ কেবিনেটে ছিলেন। এই মুহূর্তে বিদেশিরা আওয়ামী লীগের কারও সঙ্গে কথা বলতে চাইলে কাকে খুঁজে নেবে? একটা নাম বলুন।
আচ্ছা, সাবেরের বিষয়ে শেখ হাসিনার কোনো আপত্তি আছে কি? থাকলে অফিসিয়ালভাবে জানানো উচিত।
আপনারা ফজলুর রহমানকে নেবেন না। এখানে ডাকসুর আখতাররা ঝরে যায়, ঠাঁই পান না সুলতান। অপেক্ষা করতে করতে মাইনুদ্দিন হাসান চৌধুরী বুড়ো হয়ে যান। জীবন চলে যায় ইসহাক আলী খান পান্নাদের, তবুও পদ মিলে না। আর লিয়াকত শিকদার ও পরের প্রজন্মেরতো বয়স বাড়ে না।
দল ক্ষমতায় আসলে আমলা, নবাগত, বহিরাগতরা মধু খায়। কর্মীরা পরস্পরকে দোষারোপ করে।আমু, তোফায়েলরা প্রেসিডিয়াম থেকে ঝরে পড়েন । অতি আওয়ামী লীগারা চারদিকে ষড়যন্ত্র দেখে। সরকার বদলে ঘরে বাইরের আসল ষড়যন্ত্র জানতেও পারে না।
( এখানে কয়েকজনের নাম শুধুমাত্র উপমা। বঞ্চিতের সংখ্যা বেশি। তারাই এখন ঘুরে দাঁড়াতে লড়ছে ।
ফেইস বুক থেকে
Leave A Reply

সাইটম্যাপ

যোগাযোগের ঠিকানা