আজ ২৫ অক্টোবর শনিবার দিবাগত রাত ক্যালেন্ডারে রোববার ঘড়ির কাঁটা ১ ঘণ্টা পিছিয়ে আনা হবে,রাত ৩: টায় সময় ঘড়ির কাঁটা পিছিয়ে ২ টায় নিয়ে আসা হবে। এর ফলে দিন আরো ছোট হবে রাত দীর্ঘ হবে। উদাহরণস্বরূপ, যখন ইতালির সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হবে আগের ৪ ঘন্টার স্থলে ৫ ঘন্টা ( বাংলাদেশ যখন সকাল ৫ টা তখন ইতালিতে সকাল ১০ টা বাজবে) লন্ডন সময়ের সঙ্গে পার্থক্য হবে ৬ ঘণ্টা, আগের ৫ ঘণ্টার পরিবর্তে এক ঘণ্টা বেশি ।
এবছরের ২৯ মার্চ শনিবার দিবাগত রাত ক্যালেন্ডারে রোববার ঘড়ির কাঁটা ১ ঘণ্টা এগিয়ে আনা হয়েছিল (রাত ২ টায় সময় ঘড়ির কাঁটা এগিয়ে ৩ টায় নিয়ে আসা হয়েছিল)।
বছরের দুই বার এই সময় পরিবর্তন করা হয়।

