Demo
আমি ওবায়দুল কাদেরের একটা টেলিফোন ইন্টারভিউ শুনলাম। উনার জীবন রক্ষা পাওয়াতে আমি আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
তাঁর ইন্টারভিউর কথাগুলি আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেলের জন্য পুরোপুরি মানানসই নয়। তারপরও বলতে হবে উনি যদি এ ভাবেও ক্ষমতাসীন থাকা অবস্থায় কথা বলতেন, তা হলে ক্ষতি অপেক্ষাকৃত কম হত। আমি ওবায়দুল কাদেরকে হাসান মাহমুদের সাথে তুলনা করি না। কিন্তু ওনাদের দুই জনের জবান আওয়ামী লীগের জন্য ক্ষতিকর হয়েছে–এটা সবার আগে বোঝা উচিত উনাদের দুই জনের।
সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদেরের অনেক অবদান আছে। তাঁর মন্ত্রণালয় অনেক বড় বড় কাজ করেছে–যা বাংলাদেশের মানুষের কল্পনার বাইরে। তারপরও ওনাদেরকেতো ৫ আগস্টের ব্যর্থতা মেনে নিতে হবে। তার উপর উনার যে শারীরিক অক্ষমতা রয়েছে সেটা উনার বোঝা উচিত। আমরা অসংখ্য সাধারণ মানুষ আজ আওয়ামিলিগের সমর্থনে বের হয়েছি। একশ জন মূল ধারার সমর্থকের মধ্যে বড় জোর দুই জন পাওয়া যায় যারা আওয়ামিলিগের অতীতের ভুলগুলো অস্বীকার করে।
আওয়ামী লীগের ভুল কী? প্রথম ভুল মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে লুকোচুরি; মুক্তিযুদ্ধের চেতনা আগলে রাখার জন্য মেধা খরচ না করা। দ্বিতীয় ভুল, যেটা সহসা কাল হয়েছে, আওয়ামিলিগ সরকারের বিরুদ্ধে যে সব অপপ্রচার চলেছে তা মোকাবেলা না করা। তৃতীয় ভুল দুর্নীতি সম্পর্কিত অপপ্রচারকে পাত্তা না দেয়া–অথচ আজ দেখেন জঙ্গিরা দুর্নীতিতে বাংলাদেশের অতীতের সকল রেকর্ড ছেড়ে গেছে।
এ সব ভুলের কারণে ৫ আগস্ট হয়েছে। ডিপস্টেট ইত্যাদি সব সময় থাকে। তাদেরকে মোকাবেলা করার দক্ষতা অর্জন করা হল যে কোনও বলিষ্ঠ রাজনৈতিক দলের কাজ।
জননেত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ আবার বাংলাদেশ শাসন করবে, জুলাইআগস্ট জঙ্গি হামলার বিচার করবে, বাংলাদেশকে জননেত্রীর কাঙ্ক্ষিত স্তরে উন্নীত করবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
আসুন, এই লক্ষে আমরা ঐক্যবদ্ধ হই। মেহেরবানি করে কেউ বঙ্গবন্ধু পরিবারের, যেটা জননেত্রী শেখ হাসিনা পার্লামেন্টে সংজ্ঞায়িত করেছেন, শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাঁদের দুজেনর সন্তানরা, তাঁদের বিরুদ্ধে কোনও ধরনের কথা বলবেন না। আমাদের এ পথ দীর্ঘ হতে পারে। আমাদের নেতা এদের মধ্য থেকেই আসবে। কাজেই আমরা সবাই সংবেদনশীল হই। দেশপ্রেমে ঐক্যবদ্ধ হই। সুদিনের কল্পনায় বর্তমানের কষ্টকে মেনে নিই। জয় বাংলা।
লেখক~হারুন আল রশিদ, কলাম লেখক, সাবেক রাষ্ট্রদূত
ফেইস বুক থেকে …Facebook
Leave A Reply

সাইটম্যাপ

যোগাযোগের ঠিকানা