Demo
নঈম নিজামঃ মীর্জা ফকরুল ইসলাম আলমগীরের নিউ ইয়র্ক সফর কী দিবে বিএনপিকে ? তিনি কি জাতিসংঘে কোন বক্তৃতা করার সুযোগ পাবেন? বিএনপি কি এই সফরে আসা অন্য দলগুলোর সমকক্ষ ? ফেব্রুয়ারির নির্বাচনে কি এই সফর প্রভাব রাখবে? দেশ, বিদেশে আলোচনা অনেক।
এই সফরে বিএনপি নয়, লাভবান হবে জামায়াত ইসলামী ও এনসিপি। পাশাপাশি ড . ইউনুস। ড. ইউনুস বার্তা দিলেন, ওরা সবাই আমার লোক, আমার সঙ্গে আছে । প্রতিরোধ ঘোষণাকারীদের দেখালেন আমার বর্ম আছে।
এর আগে নিজের খারাপ অবস্থা টের পেয়ে ইউনুস লন্ডন গিয়ে সাক্ষাত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে । গদি সামাল দিলেন। সবাই খুশি হলো। বিনিময়ে ছাত্রদলের ডাকসু, জাকসু পরাজয়। মিথ তৈরি হলো বিএনপি নয়, জাতীয় নির্বাচনে জামায়াত ভালো করবে।
এবার মীর্জা ফকরুল ইসলামকে সফরসঙ্গী করে বিশ্বকে জানালেন, বিএনপিসহ তিনটি দল তাঁর সকল কাজে সমর্থন দিচ্ছে । আগামী দিনেও দিবে। কৌশলে বিএনপিকে অন্য দুই দলের সমপর্যায়ের বানালেল।
এখন কোন কারণে ফেব্রুয়ারিতে ভোট না হলে, অথবা হলে ফলাফল কী দাঁড়াবে।
নঈম নিজাম, সাংবাদিক
Leave A Reply

সাইটম্যাপ

যোগাযোগের ঠিকানা