গাজীপুর প্রতিনিধি “কাশিমপুর মহিলা কারাগার” আওয়ামী লীগের রাজনৈতিক নারী কর্মীদের জন্য যেন মরণ ফাঁদ।
অতচ এই কারাগের অফিসিয়াল নীতিবাক্য- রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ।
গ্রেফতার হয়ে ওখানে যাওয়ার পর সব মামলায় জামিন হওয়ার পরেও অধিকাংশ রাজবন্দিদের নতুন মামলায় শোন এরেস্ট দেখিয়ে দিনের পর দিন আটকিয়ে রাখা হচ্ছে। সর্বশেষ এটা নিয়ে একজন নারী কর্মী জেল সুপারের সাথে কথা বলতে গেলে তাকে গার্ড ডেকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। অন্যান্য রাজবন্দীরা এটা নিয়ে প্রতিবাদ করলে রাতের আধারে গার্ড ও অন্যান্য আসামীদের দিয়ে রাতের বেলায় নারী রাজবন্দিদের ব্যাপক শারীরিক নির্যাতন করে। আজকে বেনজির হোসেন নিশি ও তামান্না জেসমিন রিভাসহ ৮/১০ জনকে রাজশাহী এবং আরো বাকি ৮/১০ জনকে সিলেট কারাগারে প্রেরণ করা হয়। নারী রাজবন্দিদের শারীরিক নির্যাতন ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই.


